রংপুর-৬ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গেজেটটি প্রকাশ করা হয়েছে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফরহাদ হোসেন।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রিটানিং অফিসার ও রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মেদ তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ড. শিরীর শারমিনকে বিজয়ী ঘোষণা করেন।
ফরিদ আহাম্মেদ জানান, রংপুর-৬ আসনে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তাই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ড. শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। প্রধানমন্ত্রী এ আসনটি ছেড়ে দিলে রংপুর-৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।