বলিউড অভিনেত্রী জিয়া খানের অকাল মৃত্যুর রহস্য উদঘাটনে ভারতীয় পুলিশকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুারো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
আমেরিকান নাগরিকত্ব ছিল জিয়া খানের। সেই জন্য এফবিআই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি আমেরিকার সরকার জিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সাহায্য করার প্রস্তাব দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) কাছে চিঠি লিখে জানিয়েছে। চিঠিটি সিবিআই থেকে ভারতীয় পুলিশের অপরাধ ব্রাঞ্চে পাঠানো হয়েছে।
গত বছরের ৩ জুন জুহুর নিজ বাসা থেকে ‘নি:শব্দ’ তারকা জিয়া খানের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় জিয়ার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
জিয়া আত্মহত্যা করেছেন, না কী এটা- এখনো তার রহস্যদ্ধারে সমর্থ হয়নি ভারতীয় পুলিশ।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন জিয়ার মা রাবেয়া আমিন খান।
এই অকাল মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে জিয়ার প্রেমিক বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরুজকে দায়ী করা হয়েছিল। এ ঘটনায় বেশ কয়েকদিন কারাভোগও করতে হয়েছিল সুরুজকে।
তবে জিয়া হত্যার সঙ্গে সুরুজের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি ভারতীয় পুলিশ। বর্তমানে জামিনে আছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।