মিরপুর টেস্টে রানের পাহাড়ই গড়ছিল শ্রীলঙ্কা। তবে শেষ বিকেলে ৪ উইকেট নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। স্বাগতিকদের ২৩২ রানের জবাবে দ্বিতীয় দিন ৫ উইকেটে ৩৭৫ রান করেছে শ্রীলঙ্কা।সাকিব আল হাসান ৩ উইকেট নিলেও এখনই সফরকারীদের লিড ১৪৩ রানের।
মাহেলা জয়াবর্ধনে অপরাজিত রয়েছেন ৪২ রানে। ১ উইকেটে ১৩৯ রানে লাঞ্চে যাওয়া শ্রীলঙ্কা চা বিরতির সময় সেই এক উইকেটেই করেছিল ২৩৭। তবে শেষ বিকেলে ৪ উইকেট নিয়ে কিছুটা হাসি ফুটেছে বাংলাদেশের মুখে। সাকিব ৩টি, সোহাগ গাজি ও আল আমিন নেন ১টি করে উইকেট।
মঙ্গলবার দ্বিতীয় দিন দুই ওপেনার জুটিটা বাড়িয়ে নিয়ে গিয়েছিলেন ১১৮-তে। তবে দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে জুটিটা ভাঙেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি পূরণ করা করুনারত্নে সাকিবের বলে ৫৩ করে সিলি মিডঅফে ক্যাচ দেন রবিউলকে। সিলভা অবশ্য জীবনদানই পেয়েছেন ফিফটির আগে। আল আমিনের বলে মুশফিকুর তার ক্যাচ নিলেও আল আমিনের পা লেগে পড়ে গিয়েছিল অন্য প্রান্তের বেল! তাই ক্যাচ দিয়েও জীবন পান সিলভা। এটা কাজে লাগিয়ে করে ফেলেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিও।
বয়স ২৭ বছর। বয়সের সাথে মিল রেখে প্রথম শ্রেণীর ক্রিকেটে কুশল সিলভার সেঞ্চুরি ঠিক ২৭টি! লিস্ট’এতেও সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনবার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের ফিগারটা ছোঁয়া হয়নি এর আগে। সেই অতৃপ্তি শ্রীলঙ্কান এই ব্যাটসম্যানের মিটল অবশেষে। সৌভাগ্যের সাত নম্বর টেস্টে বাংলাদেশের বিপক্ষে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। ২৪৪ বলে ১৬ বাউন্ডারি ২ ছক্কায় ১৩৯ করে এলবিডব্লিউ হন তিনি। ৪০ করা চান্দিমালকেও বোল্ড করেন সাকিব। এর আগে ৭৫ করা সাঙ্গাকারাকে নাসিরের ক্যাচ বানিয়ে ফেরান আল আমিন। দিনের শেষ বলে লাকমলকে ০ রানে ফেরান সোহাগ। প্রথম স্লিপে তার অসাধারণ ক্যাচটি নেন নাসির।