এবার মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

0
149
Print Friendly, PDF & Email

সাভারে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড এক বাবাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে সাভার পৌর ১ নম্বর ওয়ার্ড বাড্ডা ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওই বাবা (৩৮) রাজবাড়ী সদর থানার চরনালী গ্রামে বাড়ি।

ধর্ষণের শিকার ওই তরুণী (১৩) বাংলানিউজকে জানায়, সে গ্রামের বাড়িতে থাকাকালীন অবস্থায় ৩য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। পরবর্তী সময়ে তার বাবা সাভারে নিয়ে এলে পড়ালেখা বন্ধ হয়ে যায়।

এই সুযোগে গত ৫-৬ মাস ধরে প্রতিদিন সকালে মা ও ভাই-বোনরা কাজে বেরিয়ে গেলে বাবা তাকে জোর করে ধর্ষণ করে আসছিল।

একপর্যায়ে বাবার কর্তৃক নির্যাতনের বিষয়টি বাড়ির মালিককে জানালে মঙ্গলবার সকালে বাড়িওয়ালীসহ কয়েকজন গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।

বাড়ির মালিকের স্ত্রী নাজমা বাংলানিউজকে জানান, মেয়েটি বাবার নির্যাতন সইতে না পেরে সোমবার দুপুরে পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আমি তাকে উদ্ধার করে বিস্তারিত জানতে পারি। আজকে সকালে মেয়েকে ধর্ষণের সময় লোকজন নিয়ে হাতেনাতে আটক করি।

এ ঘটনায় মেয়েটির মা এর উপযুক্ত বিচার এবং ফাঁসি দাবি করেন।

এদিকে, খবর শুনে বাড়িটিতে ভিড় জমায় এলাকাবাসী। এসময় তারা ধর্ষকের ফাঁসির দাবিতে মিছিল করে। পরে পুলিশ প্রহরায় ধর্ষণকারীকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মেয়েটির বাবাকে আটক করে থানায় আনা হয়েছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন