বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে দুই মামলায় আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মিলনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদ সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন এস এম মুনীর।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে জুতা নিক্ষেপের ঘটনায় চাঁদপুরের কচুয়া এবং মহিউদ্দিন খানের মালিকানাধীন ফার্মার্স ব্যাংকে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর গুলশানে মামলা দুটি দায়ের হয়।