সাঈদীর মামলায় আপিলের যুক্তিতর্ক শুরু

0
91
Print Friendly, PDF & Email

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান এ মামলায় সাঈদীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এর আগে গত ২১ জানুয়ারি আসামিপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে আদালত ২৮ জানুয়ারি পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেছিলেন।

প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে মঙ্গলবার যুক্তিতর্ক শুরু করা হয়। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে গত ২১ জানুয়ারি এ মামলার আপিল শুনানি করা হয়। ওইদিন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান আসামিপক্ষের ১৬, ১৭তম সাক্ষীর জেরা আদালতে উপস্থাপন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সাঈদীর মামলার শুনানি করা হয়েছিল। পরে বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে আর শুনানি করা হয়নি।

শুনানিতে গত বছরের ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের রায়ের ১২০ পৃষ্ঠা রায় পড়ে শোনান এ মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট এসএম শাহজাহান। তারপর শুরু করা হয় সাক্ষীদের জেরার বিষয়ে উপস্থাপন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করে।

গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেয় সরকারপক্ষ। ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দু’টি অপরাধে সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন