নতুন মাদারবোর্ড

0
144
Print Friendly, PDF & Email

উন্নত সলিড ক্যাপাসিটির সমৃদ্ধ এসরক ব্র্যান্ডের এইচ৮১এম মডেলের মাদারবোর্ডটি বাজারে এসেছে। এতে রয়েছে চতুর্থ প্রজন্মের কোর আই৭/আই৫/আই৩/সেলেরন প্রসেসর সমর্থন সুবিধা, ৭:১ চ্যানেল অডিও ইত্যাদি। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের আনা তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ দাম পাঁচ হাজার ৯০০ টাকা।

শেয়ার করুন