তিন জেলায় বিশেষ অভিযানে ৩৪৭ জন গ্রেফতার

0
116
Print Friendly, PDF & Email

সিলেট, বগুড়া ও কুড়িগ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৪৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সিলেটে ১৩৯ জন, বগুড়ায় ১৭৮ জন ও কুড়িগ্রামে ৩০ জন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। রবিবার সকাল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের আটক করা হয়। বগুড়া: বগুড়ার ১২ উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১৭৮ জনকে গ্রেফতার করেছে। সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান ১৭৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন এ সময় বেশি কিছু মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিলেট : সিলেট বিভাগে আটককৃতদের মধ্যে সিলেট জেলায় ৬২ জন, মৌলভীবাজারে ১৫ জন, হবিগঞ্জে ৩৮ জন ও সুনামগঞ্জ জেলায় রয়েছে ২৪ জন। পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগে বিশেষ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। কুড়িগ্রাম : গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ জন, নাগেশ্বরী উপজেলায় ১১ জন, ভুরুঙ্গামারীতে ২ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৪ জন, চিলমারীতে ১ জন ও রৌমারীতে ২ জন। পুলিশ সুত্র জানায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানায় পুলিশ। 

শেয়ার করুন