বিরোধীদলীয় নেতা হিসেবে আজ মঙ্গলবার প্রথম জাতীয় সংসদের বিরোধী দলের কার্যালয়ে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের স্ত্রী ও পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
বেলা ১১টার দিকে তিনি সংসদ কার্যালয়ে যাবেন। এ সময় জাপার মন্ত্রী ও এমপিরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্রে আরো জানা যায়, এসময় রওশন এরশাদের সঙ্গে পার্টির মন্ত্রী-এমপিদের মধ্যে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া পরদিন সংসদ অধিবেশনের বিষয় নিয়েও আলোচনা হবে।
তবে কার্যালয়ে এরশাদ ও রুহুল আমিন হাওলাদার থাকবেন কি না- তা জানা যায়নি।