সেনাবাহিনীতে যৌন হয়রানি বন্ধে ওবামার আহ্বান

0
273
Print Friendly, PDF & Email

মার্কিন সেনাবাহিনীর মধ্যে অব্যাহত যৌন হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সাপ্তাহিক রেডিও ভাষণে এ আহ্বান জানান তিনি।

ওবামা বলেন, ‘এ অপরাধ দমন করতে দেশের তরুণ সমাজ, নারী ও পুরুষকে শিক্ষা দিতে হবে। এজন্য আমাদের আরো সাহসী হতে হবে।’

তিনি বলেন, ‘ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যৌন নির্যাতন বন্ধে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।’

মার্কিন এই প্রেসিডেন্টেরে মতে, দেশটিতে যৌন হয়রানি বন্ধে নারীদের প্রাপ্য সম্মান দেয়ার জন্য তরুণ সমাজকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। প্রকৃত মানুষ কখনো নারীদের আঘাত করে না।

গত মাসে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালে মার্কিন সেনাবাহিনীতে যৌন হয়রানির পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি যৌন হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন