আমেরিকায় তুষারপাতে বরফে পরিণত হলেন মানুষ

0
114
Print Friendly, PDF & Email

এবছর শীতের মাত্রাটা অন্য বছরের তুলনায় একটু বেশি। শীতের প্রকোপ সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এতো বেশি তুষারপাত হচ্ছে যে, এক ব্যক্তি বরফে পরিণত হয়েছেন।

এক মার্কিন ওয়েবসাইটের খবর অনুযায়ী, দেশটির ডেট্রয়েট অঞ্চলে এক নারী কলিংবেলের আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখেন, এক ব্যক্তি বরফে পরিণত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ওই ব্যক্তি মারা গেছেন এবং বরফে আচ্ছাদিত হয়ে গেছেন। কী করে এ ঘটনা ঘটল তার তদন্ত চলছে।

এদিকে এমন বরফ ঢাকা জানুয়ারি আগে দেখেনি ডেট্রয়েট। পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে এবছরের হাড় কাঁপানো শীত আর তুষারপাত। শনিবারের তুষারপাতের পর ডেট্রয়েটে ৩১ ইঞ্চিরও বেশি পুরু বরফ জমেছে।

এর চেয়ে বেশি তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। একই অবস্থা শিকাগো ও মেরিল্যান্ডেরও।

তুষারপাতের সঙ্গে রয়েছে শৈত্য প্রবাহ। এর জেরেই বাতিল করে দেয়া হয়েছে স্পেশাল অলিম্পিক। প্রায় সাত হাজারেরও বেশি প্রতিযোগীর এ আসরে অংশ নেয়ার কথা ছিল।

শেয়ার করুন