বিরোধপূর্ণ বিশ্ববিদ্যালয় বন্ধের হুঁশিয়ারী

0
103
Print Friendly, PDF & Email

 বিরোধপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিরোধ নিষ্পত্তি করতে না পারলে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি মালিকানাসহ বিভিন্ন বিষয় নিয়ে বেসরকারি যে সব বিশ্ববিদ্যালয়ে বিরোধ চলছে, সেগুলোতে প্রশাসক নিয়োগ দেবে সরকার।

রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনিয়ম, মামলা সংক্রান্ত জটিলতা এবং অনিষ্পন্ন বিষয় পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ইবাইসসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবাদমান পক্ষগুলোর বিরোধ সালিশির মাধ্যমে নিষ্পত্তি সম্ভব না হলে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আইনানুগভাবে বন্ধ করে দেয়া হবে।“সম্ভাব্য ক্ষেত্রে সরকার প্রশাসক নিয়োগ করে পরিচালনা করবে।”

দারুল ইহসান, প্রাইম বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, কুইনস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজ অথবা আউটার ক্যাম্পাস নিয়ে মামলা রয়েছে তা একটি কোর্টে এনে শুনানির মাধ্যমে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন