জাকের মঞ্জিলের ওরস সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

0
120
Print Friendly, PDF & Email

ফরিদপুর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ দেশের ধর্মীয় সম্প্রতি ও মানব কল্যানকামী লাখো মানুষের মিলন মেলার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত।

রবিবার সকালে ফরিদপুরের সদরপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিল পরিদর্শন শেষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালের মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যে দেশে ৯০ ভাগ মানুষ মুসলিম সেদেশে নতুন করে ইসলাম হেফাজত করার জন্য আলাদা কোনো গোষ্ঠির প্রয়োজন নেই। এদেশের সাধারণ মানুষই ইসলাম রক্ষা করার জন্য যথেষ্ট।’

হেফাজতের সমালোচনা করে তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের নামে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য ধর্ম নিয়ে ব্যবসা করছে। বরং ওদের হাতেই ইসলাম নিরাপদ নয়।’

এসময় মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘সত্য আর মিথ্যাকে এক সাথে মিলানো যাবে না। সত্য ইসলামের জন্য যুগ যুগ ধরে পীর আওলিয়ারা সারা পৃথিবীতে মানব কল্যাণে কাজ করে এসেছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব জাকের মঞ্জিলের এই ওরস শরীফ।’

তিনি বলেন, ‘সমাজের প্রত্যেককেই প্রথমে ভাল মানুষ হতে হবে, পরে তাকে জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হবে। কান্ডজ্ঞানহীনদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। বিশ্ব শান্তির বিরোধীরা ধর্মকে পুজি করে সারা পৃথিবীতে অশান্ত করার চেষ্টা করছে।’

ওরস শরীফ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রানালয়ের সচিব ড. জাফর আহম্মেদ খান, বিএনইটি-র মহাপরিচালক শামসুন নাহার, আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মোকাররম মিয়া বাবু, ফকির মো. বেলায়েত হোসেন, এএইচ এম ফোয়াদ, সত্যজিৎ মুখার্জীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন