পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন,কোনো মন্ত্রী-এমপিকে সংবর্ধনা দেয়ার জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাকে সমর্থন করি না, আগেও করিনি এবং করবোও না। তিনি বলেন, অতি-উৎসাহিরাই এসব করে থাকেন। অনেক সময় স্কুল কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়ার জন্য ছাত্র্-ছাত্রীদের এভাবে ব্যবহার করে থাকেন।আজ রবিবার ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগের এই নেতা এসব কথা বলেছেন ।গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বাঘায় তাঁর এলাকায় স্থানীয়ভাবে সংবর্ধনা দেয়া হয় এবং ঐ সংবর্ধনায় স্কুলের ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলো।এগুলো বন্ধে স্থানীয় প্রশাসনে কঠোর নির্দেশনা যাচ্ছে বলে তিনি জানান।
সংবর্ধনায় স্কুলের ছাত্র-ছাত্রীদের হাজির করার প্রসঙ্গ টেনে ফেসবুক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী বলেন,‘আমি সব সময় স্কুলের ছাত্র ছাত্রীদের অসময়ে বা অনির্ধারিত উপস্থিতির ব্যাপারে নিরুৎসাহিত করি। গত সপ্তাহের কয়েকটা সংবাদ পড়েই বুঝেছিলাম স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি আলাদাভাবে আবার নিষেধ করে দিতে হবে, তা করাও হয়েছিল, কিন্তু বাঘা হাইস্কুলের শিক্ষার্থীরা তাদের সীমানা প্রাচীরের ভেতরে দুপুর ৩ তার পর থেকে অবস্থান নেয় I
প্রতিমন্ত্রী বলেন, আমি সভাস্থলে এসেই তাদেরকে চলে যেতে বলি । আমি কখনই এই ধরণের কর্মকান্ড সমর্থন করিনা, করবও না I সমস্যা হয়ে যায় যখন স্কুলগুলো নিজেরা অতি-উৎসাহী হয়ে অথবা কোনো দাবি দাওয়ার জন্য এগুলো করেন Iএইগুলো চিরতরে বন্ধের জন্য এব্যাপারে কঠোর নির্দেশনা যাচ্ছে আমার দপ্তর থেকে জেলা প্রশাসকের দপ্তর, শিক্ষা দপ্তর এবং দলের কাছে I