দিল্লিতে এবার বন্ধুর চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন এক বিবাহিত নারী।কাজ দেওয়ার কথা বলে এক মহিলাকে ধর্ষণে করেছে তার বন্ধু। রবিবার সন্ধ্যায় পূর্ব দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনালের কাছে রাস্তার ধারে ওই নারীকে কাঁদতে দেখেন বাসিন্দারা। পুলিশকে খবর দেয়া হলে ওই নারীকে উদ্ধার করা হয়।
ওই নারীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। অসহায় নারী জানিয়েছেন, ঘটনার সময় গাড়িতে মোট তিনজন ছিল। ধর্ষণে বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার পর আবারো প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা।