নওগাঁর আত্রাইয়ে নিয়োগ বাণিজ্যে ব্যার্থ হওয়ায় প্রধান শিক্ষকের উপর হামলা

0
136
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্য করতে না পাড়ায় সরকার দলীয় স্থানীয় নেতা কর্তৃক প্রধান শিক্ষক প্রহৃত হয়েছেন৷ এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ শিক্ষকরা ২৪ ঘন্টার মধ্যে ওই ক্যাডারদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন৷ এ ঘটনায় আত্রাই থানায় একটি মামলা দায়ের হয়েছে৷
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মিরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের জন্য গত ৫ জানুয়ারী বিজ্ঞপ্তি প্রচার করা হয়৷ সে মতে ওই পদে ৬ জন আবেদন করেন৷ আবেদনকারীদের মধ্যে মিরাপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র হেলালের কাছ থেকে সরকার দলীয় স্থানীয় লোকজন মোটা অংকের টাকা গ্রহন করে৷ কিন্তু গত ২১ জানুয়ারী কাগজপত্র যাচাই বাছাইয়ে ওই প্রার্থী বাতিল হয়ে যাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে প্রধান শিক্ষকের উপর৷ এরই জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানের নেতৃত্বে তার বাহিনী গতকাল রোববার বিদ্যালয়ে যাবার পথে মিরাপুর পালপাড়া নামক স্থানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফির উদ্দীনকে (৪৮) বেধরক মারপিট করে তার নিকট রক্ষিত প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট প্রাথমিক চিকিত্‍সা দেয়া হয়৷ এ ব্যাপারে প্রধান শিক্ষক শফির উদ্দীন বাদী হয়ে গতকাল আত্রাই থানায় শামছুর রহমান ও তার পুত্রসহ প্রায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন৷ আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান রণি বলেন, একজন শিক্ষকের উপর হামলা মানে সকল শিক্ষককে অপমানিত করা৷ এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের আগামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করতে আমরা আল্টিমেটাম দিয়েছি৷ আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি৷ আসামী গ্রেফতারে পুলিশী অভিযান চলছে৷

শেয়ার করুন