নওগাঁয় গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে মাদরাসা ছাত্র আটক

0
178
Print Friendly, PDF & Email

নওগাঁর পোরশায় নিখোঁজের ২ দিন পর আদিবাসী  ৰেত মজুরের লাশ উদ্ধার
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার কাঠপুকুর গ্রামের পাশের একটি পুকুর থেকে ২দিন ধরে নিখোঁজ বধূয়া উড়াও (৫১) নামের এক আদিবাসী ক্ষেত মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ রোববার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়৷ বধূয়া পাহান উপজেলার কাঠপুকুর গ্রামের মৃত চম্পা উড়াওয়ের ছেলে৷ পোরশা থানার ওসি শফিউল আলম জানান শুক্রবার সন্ধ্যা থেকে বধূয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা৷ রোববার সকালে গ্রামবাসী পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান৷ পরে পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি৷#

নওগাঁয় ৫শ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ৫শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ রবিবার দুপুরে উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়৷ সেই সাথে ফেন্সিডিল বহনকারী একটি ভুটভুটি জব্দ করা হয়৷
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার সকাল থেকে চৌবাড়িয়া বাজারের গরুহাটি এলাকায় অবস্থান নেন৷ দুপুরে ১টার দিকে একটি ভুটভুটিতে ফেন্সিডিল পাচারের সময় পুলিশ সেটি আটক করে৷ পরে তল্লাশী চালিয়ে ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ সেই সাথে পাঁচ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে৷ আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম (২৫), এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক (২৬), জাহের উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৩০), মির্জাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেন্টু (২৮) এবং নাচোল উপজেলার খেসবা গ্রামের কেতাব উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৫)৷ তিনি আরও জানান, ফেন্সিডিলের চালানটি শিবগঞ্জের কানসাট বাজার থেকে ঢাকায় নেয়ার পথে উল্লেখিত স্থানে আটক করা হয়৷

নওগাঁয় গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে মাদরাসা ছাত্র আটক
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় শনিবার রাতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোত্তাছিম বিল্লাহ (২৫) নামে এক মাদরাসা ছাত্রকে আটক করেছে গ্রামবাসী৷ রাতেই তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে৷ এ ঘটনায় গৃহবধু রাতেই থানায় মামলা দায়ের করে৷ পরে রবিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার চকসাবাই গ্রামে৷ আটক বিল্লাহ একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে৷ সে নওগাঁ শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার কামিল আদিব বিভাগের প্রথম বর্ষের ছাত্র৷
ঘটনার শিকার ওই গৃহবধূ জানান, বিল্লাহ মোবাইল ফোনে তাকে বেশ কিছু দিন ধরে উত্যক্ত করে আসছিল৷ শনিবার রাতে স্বামীর অনুপস্থিতিতে সে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে৷ এ সময় তার চিত্‍কারে আশপাশের লোকজন ছুটে এসে উক্ত বিল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে৷ এ বিষয়ে থানার ওসি (তদনত্ম) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় উক্ত গৃহবধু থানায় মামলা দায়ের করলে রবিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে৷#

নওগাঁয় পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর
অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার বিকেলে বে-সরকারী সংস্থা পল্লীশ্রী এর আয়োজন করে৷ পল্লীশ্রীর জেলা জোটের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা জোটের উপদেষ্টা রানীনগর শের-এ-বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক, বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন চৌধূরী, জেলা জোটের উপদেষ্টা মাষ্টার হাফিজুর রহমান, পল্লীশ্রীর প্রোগ্রাম ফ্যাসিলেটেটর রুপবান আকতার, এ্যাডঃ অনুরুদ্ধ সুমন, নারী নেত্রী শবনম মোস্তারী কলি ও আকতার বানু টুকু প্রমুখ বক্তব্য রাখেন৷#

নওগাঁ সদর ও ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় জেন্ডার বৈষম্য নিরসনে সরকার বা আইন নয় পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার বিকেলে বেসরকারী সংস্থা পল্লীশ্রী নওগাঁ ইউনিটের আয়োজনে অঙ্ফার্ম নাভিয়ের আর্থিক সহযোগীতায় সায়েম উদ্দীন মেমোরিয়াল একাডেমীতে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়৷ একাডেমীর অধ্যক্ষ ইকবাল মোঃ সাইদুল কবিরের সভাপতিত্বে ওই কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীগন বির্তকে অংশ গ্রহন করে৷ কলেজের শিক্ষক আসিফা আখতার, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর আলম, মারুফুল ইসলাম বিচারকের দায়িত্ব পালন করেন৷ বির্তকে পক্ষে দল বিজয়ী হয় এবং পক্ষ দলের শ্রেষ্ঠ বক্তা হন ইমরান হোসেন৷ পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়৷ অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন, মাঠ প্রশিক্ষক নিরঞ্জন দত্ত৷
অপরদিকে, নওগাঁর ধামইরহাটে জেন্ডার বৈষম্য নিরসনে সরকার বা আইন নয় পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা রবিবার সকাল ১১টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের দুটি দল অংশ গ্রহণ করে৷ এ উপলৰে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিৰক মতলেবুর রহমান, পলস্নীশ্রীর মাঠ প্রশিৰক মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ৷ পরে উভয় দল ও বিচারক মন্ডলীকে পুরস্কার প্রদান করা হয়৷

শেয়ার করুন