ভারতের ৬৫ তম প্রজাতন্ত্র দিবস উপলৰে বিজিবিকে মিষ্টি উপহার দিলেন বিএসএফ

0
498
Print Friendly, PDF & Email

শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি:
আজ রবিবার দুপুরে হিলি সীমানত্মের জিরো পয়েন্ট গেটে ভারতের ৬৫ তম প্রজাতন্ত্র দিবস উপলৰে হিলি সিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলীকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের বিএসএফের ৯৬ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সংগ্রাম বিশ্বয়াল৷

হিলি সিপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আতাহার আলী বলেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকলে দু’দেশের মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে৷ এ সময় দু’দেশের সীমানত্ম রৰীদের অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন৷

শেয়ার করুন