মওদুদসহ বিএনপির ছয় নেতার ৬ মাসের জামিন

0
127
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪ নেতাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের অন্তর্বর্তী জামিন দেন।

জামিন পাওয়া বাকি নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির ও বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেয়া হবে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন।

মতিঝিল থানায় পুলিশের গাড়ি পোড়ানোর উস্কানিদাতা ও বাংলামটরে পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা মামলা দুটির জামিনে আবেদনগুলো করা হয়েছে।

শেয়ার করুন