টানা ২ মাস কিশোরীকে গণধর্ষণ

0
132
Print Friendly, PDF & Email

একটার পর একটা গণধর্ষণ আর শ্লীলতাহানির ঘটনায় মুখ পুড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের ।রাজ্যের হাওড়ার গোলাবাড়িতে এক ১৫ বছরের কিশোরীকে গত ডিসেম্বর মাস থেকে টানা দুমাস ধরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এমন চাঞ্চল্যকর ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ-প্রসাসন।

বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে টানা ২ মাস বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ । পলাতক ১।

পুলিশ সূত্রের খবর, ধৃত বাড়িওয়ালার ছেলের নাম সুনীল মান্ডে, তাঁর দুই বন্ধু সুসীল চৌধুরী ও সুনীল তিওয়ারি। খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ওই কিশোরীকে ধর্ষণ করেছে তারা। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই টানা ২ মাস ধর্ষণ করেছে কিশোরীকে।এদিন রাতে কিশোরীর জবানবন্দি নেয় পুলিশ।

অন্যদিকে,উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়  এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ গোদাশিমূল গ্রামের বাসিন্দা ওই তরুণীর দাবি, বৃহস্পতিবার রাতে পাড়ার একটি জলসা থেকে ফিরছিলেন তিনি৷ অভিযোগ, সেই সময় রাস্তার পাশের একটি মাঠে তাঁকে গণধর্ষণ করে ৬জন স্থানীয় যুবক৷ বৃহস্পতিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ রাতেই কালু মহম্মদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ অপর অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ তরুণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷

এছাড়াও ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলশিক্ষকের বিরুদ্ধে৷চতুর্থ শ্রেণীর ছাত্রীর অভিভাবকদের অভিযোগ,স্কুলের এক শিক্ষক প্রতিদিনই তাঁদের মেয়ের সঙ্গে অশালীন আচরণ করতেন৷ বাড়িতে জানালে ভাল হবে না বলে হুমকিও দিতেন৷ পুলিশ জানিয়েছে, অভিযোগকারী ছাত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে৷ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ যদিও অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন৷

শেয়ার করুন