ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের ভ্রুণের প্রতিরূপ পাওয়ার অনন্য সুযোগ এসেছে নতুন বাবা-মায়ের সামনে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তারা চাইলে হাতে পেয়ে যেতে পারেন গর্ভে থাকা ভ্রুণের থ্রিডি প্রিন্টারে মুদ্রিত প্রতিরূপ।
ব্যতিক্রম ধর্মী এই থ্রিডি শিশুর ব্যবসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের জেরার্ড এবং কেটি বিসিতি দম্পতি। তারা আশা করছেন তাদের এই উদ্যোগ ভবিষ্যৎ পিতা-মাতাদের জন্মের আগেই সন্তানের ভ্রুণটি দেখার আশা পূরণ করবে।
জানা যায়, একটি নির্দেশিকা মতো আল্ট্রাসাউন্ড ইমেজ ব্যবহার করে বিশেষ থ্রিডি প্রিন্টারের মাধ্যমে গর্ভে থাকা শিশুর ভ্রণের প্রতিরূপ বের করার পরিকল্পনা করেছেন জেরার্ড ও কেটি। তারা তাদের ওয়েবসাইটে বলেছেন, ‘ধরুণ আপনার শিশু জন্মের আগেই তার স্পর্শ পেলেন। থ্রিডি শিশু প্রজেক্টে আমরা আরাধ্য শিশুর মুখের বৈশিষ্ট এবং শরীরের যে কোনো অঙ্গের প্রতিরূপ প্রিন্ট করে দিতে পারবো।’
মাত্র ২০০ থেকে ৪০০ ডলারের মধ্যে হবু বাবা-মায়েরা তিনটি ভিন্ন আকারে (মিনি, হাফ ও ফুল) কিনে নিতে পারবেন তাদের অনাগত শিশুটির থ্রিডি প্রিন্টারে মুদ্রিত প্রতিরূপ।