ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ২৭ বাংলাদেশি ইট ভাটা শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিকট হস্তান্তর করেছে। ভারতে দীর্ঘ ২ বছর কারাভোগের পর শনিবার রাতে তাদের হস্তান্তর করা হয়।
এদের বাড়ি বাগেরহাট ও বরিশাল জেলা শহরে। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুলাহ জানান, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের কেরালা রাজ্যে একটি ইটভাটায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
দেশটির আদালত অবৈধ বসবাসের অভিযোগে তাদেরকে ২ বছর কারাদণ্ড দেয় ভারত সরকার। সাজার মেয়াদ শেষে গতকাল রাত সাড়ে ৮টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।