মধ্য ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের একধরনের বাদামি ছোট্ট পুরুষ ব্যাঙ ‘সন্ধ্যাকালীন প্রেমসংগীতের’ মাধ্যমে সঙ্গিনীকে আহ্বানের পাশাপাশি শত্রুদের প্রতিযোগিতায় ডাকে। শিকারি প্রাণীরাও এ ধরনের আওয়াজের প্রতি আকর্ষণ বোধ করে। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও পানামার একদল গবেষক ওই ব্যাঙের সন্ধান পেয়েছেন। সায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সঙ্গিনীকে আকর্ষণের জন্য ওই ব্যাঙ অগভীর কোনো পুকুরের নির্দিষ্ট স্থানে স্থির হয়ে বসে অদ্ভুত ধরনের আওয়াজ করে। এটি ধারাবাহিক বিলাপের মতো সুরে ছড়িয়ে পড়ে। মুখগহ্বরে বড় আকারের একটি কণ্ঠথলি স্ফীত ও সংকুচিত করার মাধ্যমে এরা তৈরি করে এ সুর। এটি পুকুরের পানিতে একধরনের তীক্ষ তরঙ্গ তৈরি করে। এএফপি।