বর্তমান সরকারকে একটি ‘অদ্ভূত ও অস্বাভাবিক সরকার’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এটা বিরোধী দলহীন সংসদ। বিরোধী দল থেকে মন্ত্রী বানানো হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। এটি অদ্ভূত সরকারের অদ্ভূত পার্লামেন্ট বলে মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন,‘সারাদেশের মানুষের মধ্যে অস্থিরতা থাকলেও খোশ মেজাজে আছেন প্রধানমন্ত্রী । বিরোধীদলের নেতাকর্মীদের রক্ত ঝরিয়ে, সেই রক্তের ওপর দাঁড়িয়ে তিনি পিঠা উৎসব করেছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা দম্ভ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ সরকার অবৈধ আর অন্তসারঃশূন্য এ বিষয়টিকে আড়াল করার জন্যই তারা গলাবাজি করছেন। ভোটের মাধ্যমে নয়, গায়ের জোরে ক্ষমতায় এসেছে সরকার। গ্রহনযোগ্যতা নেই বলেই মানসিক ভয়ে তারা এসব এলামেলো কথা বলছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘দেশে গনতন্ত্র নেই। সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন।’
‘আওয়ামী লীগ অতীতে যেভাবে ‘বাকশাল’ সৃষ্টি মাধ্যমে গনতন্ত্রের শূন্যতা সৃষ্টি করেছিলো, সেভাবে একদলীয় নির্বাচন করে গণতন্ত্রকে আবারো হত্যা করেছে।’
গনতন্ত্র পূনরুদ্ধারে জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো অপক্ষো নয়, আন্দোলন করে এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’
তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে হবে না’ খালেদা জিয়ার এমন মন্তব্য ৫ জানুয়ারির নির্বাচনে প্রমানিত হয়েছে। ৫ ভাগ মানুষও ভোট কেন্দ্রে যায় নি।’
বিএনপির এ নেতা বলেন, ‘দেশ-বিদেশে সবাই বলছে, এ নির্বাচন জনপ্রতিনিধিত্ব সরকার হয় নি। এজন্য জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠার জন্য আরেকটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিচ্ছেন তারা।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির ওপরে ষড়যন্ত্র হয়েছে, এখানো হচ্ছে। এ জন্য নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।