চোরের প্রেমে!

0
226
Print Friendly, PDF & Email

ছুটি কাটাতে মাতসুমোতো হিরোকি গিয়েছিলেন ব্যাংকক। বেড়াতে গিয়ে বেচারার সাধের আইফোনটা গেল চুরি হয়ে। মনের দুঃখে নিজ দেশ জাপানে ফিরলেন তিনি। বিভিন্ন অ্যাপস ব্যবহার করে চোরকে খুঁজতে লাগলেন। অবশেষে আই ক্লাউডের সহায়তায় নিজের ফোন মেমোরিতে ঢোকার সুযোগ হলো। মেমোরি দেখে রীতিমতো ভিরমি খেলেন মাতসুমাতো। চোর মহাশয়ের একগাদা ছবি তাঁর আইফোনে। কোথায় রাগে দাঁত কিড়মিড় করবেন, উল্টো চোরকে দেখে মুগ্ধতায় মাতসুমাতো চোখ ফেরাতে পারেন না! এ যে এক থাই তরুণীর ছবি! নিজের টুইটার অ্যাকাউন্টে চোরের ছবি আপলোড করে মাতসুমাতো লিখেছেন, ‘সে দেখতে এত সুন্দর! উফ, আমি কী করব, বুঝে উঠতে পারছি না!’ অবশেষে চোরকে তিনি একটা খুদে বার্তা পাঠালেন ‘যদি আমরা দুজন বন্ধু হতে পারি, তাহলে তুমি আইফোনটা রাখতে পারো!’ শেষ খবর পাওয়া পর্যন্ত মাতসুমাতো তাঁর খুদে বার্তার জবাব পেয়েছেন। যেখানে লেখা আছে, ‘নাইস টু মিট ইউ!’ (তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগল) দেখা যাক, কোথাকার পানি কোথায় গড়ায়! ডেইলি মেইল

শেয়ার করুন