এবার মহিষের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করলেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বেসরকারি কোম্পানি লাল তীর লাইভস্টক লিমিটেড চীনের বেইজিং জেনোম ইনস্টিটিউটের (বিজেআই) সহায়তায় এই সফলতা পেয়েছে।
গতকাল শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্যের ঘোষণা দেওয়া হয়।
মহিষের জীবনরহস্য উন্মোচনের এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বিজেআইয়ের চেয়ারম্যান জিয়ান উয়াং এবং লাল তীরের বিজ্ঞানী মো. মনিরুজ্জামান। মোট ১৪ জন বিজ্ঞানী দুই বছর তিন মাস সময় ধরে এই গবেষণাটি করেছেন। লাল তীরের বিজ্ঞানীরা আশা করছেন, তিন থেকে চার বছরের মধ্যে এই জীবনরহস্যের ফল কাজে লাগিয়ে তাঁরা উন্নত মহিষের জাত উদ্ভাবন করবেন।
গবেষণার অন্যতম তত্ত্বাবধানকারী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বছরের মধ্যেই এই গবেষণার প্রাথমিক স্বীকৃতি আদায়ের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনস্টিটিউটের কাছে আবেদন করা হবে। গবেষণার ফল একটি স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করার কাজ শুরু হয়েছে। মেধাস্বত্ব অর্জনের জন্য তা আন্তর্জাতিক মেধাস্বত্ব সংগঠনের (আইপিও) কাছে খুব দ্রুত আবেদন করা হবে।
এর আগে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাটবিষয়ক মৌলিক ও প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে দেশি ও তোষা পাট এবং ছত্রাকের জীবনরহস্য উন্মোচিত করেন বাংলাদেশের বিজ্ঞানীরা। পাট ও ছত্রাক বিষয়ে পাঁচটি গবেষণার মেধাস্বত্বের জন্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বাংলাদেশ। গবেষণার ফলাফল একটি স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
লাল তীর লাইভস্টক লিমিটেড মাল্টিমোড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্ত হয়ে গতকাল শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তব্যে গওহর রিজভী বলেন, ব্যক্তি খাতের একটি প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ গবাদিপশুর জীবনরহস্য উন্মোচন করল, তা খুবই আশাবাদের কথা। তিনি লাল তীরের সাফল্য কামনা করেন। বক্তৃতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আবদুল আউয়াল মিন্টু তাঁর বেয়াই।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আবদুল আউয়াল মিন্টু সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে বেসরকারি খাতে উন্নত মানের বীজ নিয়ে এসে কৃষি উন্নয়নে ভূমিকা রেখেছেন। মহিষের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে দেশের গবাদিপশু খাতেও তাঁর প্রতিষ্ঠান বড় ভূমিকা রাখবে।
তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত থাকবে। তবে রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা একটি জাতীয় ঐকমত্য তৈরি করতে পারি, তাহলে আমরা আরও ভালোমতো সামনের দিকে এগিয়ে যেতে পারব।’
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ভারত তাদের মোট তরল দুধের ৬৫ শতাংশ মহিষ থেকে পায়। আর আমরা পাই ৩ শতাংশের নিচে। আমরা যদি এই জীবনরহস্য উন্মোচনের ফলাফলকে কাজে লাগিয়ে মহিষের উন্নত জাত উদ্ভাবন করতে পারি, তাহলে আমরা দেশের তরল দুধ ও মাংসের
চাহিদা পূরণ করে রপ্তানিও করতে পারব।’
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন, বিজিআইয়ের চেয়ারম্যান জিয়ান উয়াং, জিনবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞানী মাকসুদুল আলমের পক্ষে পাট গবেষণা ইনস্টিটিউটের মনজুরুল আলম শুভেচ্ছা বাণী পড়ে শোনান। জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীও শুভেচ্ছা বক্তব্য পাঠান।