রাজশাহী বিশ্ববিদ্যায়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসক। শুক্রবার সকাল সাড়ে আটটার ‘ই’ ইউনিটের বিজোড় রোল নম্বরের পরীক্ষা চলাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া থেকে আসা শিক্ষার্থী তরিকুল ইসলাম ও বাপ্পী। তাদেরকে বিশ্ববিদ্যালয় সিরাজী ভবন ও বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। তরিকুল ইসলামকে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর জানানো হচ্ছিল এবং বাপ্পিকে মোবাইল ফোনে এসএমএস করা হচ্ছিল বলে জানা গেছে। এ বিষয়ে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর তারিকুল হাসান এফএনএস-কে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।