রাজশাহীতে বিদেশী পিস্তল ও তাজা গুলিসহ গ্রেফতার ৩

0
135
Print Friendly, PDF & Email

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাটা এলাকায় অভিযান ১টি বিদেশী পিস্তলসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলেন- গোদাগাড়ী থানার বালিয়াঘাটা এলাকার আলহাজ্ব উদ্দিন বিষুর পুত্র মনির হোসেন(৩৩), বাসুদেবপুর গ্রামের আলাল উদ্দিনের পুত্র জসিম উদ্দিন(২০) ও লস্করহাটি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র হিমেল রানা(২৫)। এসময় তাদের কাছ থেকে ২টি ম্যাজিন ও ৫রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার রাত ১১টার দিকে র‌্যাব-৫ এফএনএস-কে জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছে। এ রিপোর্ট লেখা অবস্থায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল বলেও জানান তারা। 

শেয়ার করুন