রাজধানীতে হিজবুত তাহরীরের ৮ সদস্য গ্রেপ্তার

0
155
Print Friendly, PDF & Email

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বই, লিফলেট, ম্যাগাজিন ও ব্যানারসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এর ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে বটতলা ও এর আশপাশের এলাকার বিভিন্ন মেস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আলামিন (২০), মো. সাইফুল্লাহ (২৪), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ইব্রাহিম শেখ (২০), মো. আতাউর রহমান (২০), মো. মাহবুবুর রহমান (২০), মো. জিহাদ ইসলাম (২১) ও মো. আব্দুল কাইয়ুম (২১)। এ সময় তাদের হেফাজত থেকে ৮টি বই, এক হাজার লিফলেট, ২৫টি ম্যাগাজিন, ৮টি কালো ব্যানার ও একটি কালো রুমাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন