রানা প্লাজায় আহত সালমার আত্মহত্যা

0
146
Print Friendly, PDF & Email

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত সালমা (২৭) নামের এক গার্মেন্টস কর্মী চিকিৎসা করাতে না পেরে দীর্ঘ নয় মাস যন্ত্রণা ভুগে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তুরাগ থানার এস আই কামাল হোসেন বলেন, “রানা প্লাজা ধসের ঘটনায় সালমা মাথায় আঘাত পেয়েছিল বলে তার স্বামী বাবু আমাদের জানিয়েছে। তার মাথায় প্রায়ই প্রচণ্ড যন্ত্রণা হতো। প্রতিবেশীরাও আমাদের একই কথা বলেছে।

“বাবুর ধারণা, ওই যন্ত্রণা সইতে না পেরেই সালমা ঘরের আঁড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।”

বাবু জানান, তিনি নিজে গাড়ি ‘হেলপার’। সালমা কাজ করতেন রানা প্লাজার সপ্তম তলায় একটি পোশাক কারখানায়।

গত ২৪ এপ্রিল সাভার বাজারের ওই ভবনটি ধসে পড়ার দুই-তিনদিন পর ধ্বংসস্তূপ থেকে সালমাকে জীবিত উদ্ধার করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তাকে বেশ কিছুদিন হাসপাতালেও থাকতে হয়।

মাস দুই আগে তারা সাভার থেকে ঢাকায় এসে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন বলে জানান বাবু।

তিনি বলেন, সালমার মাথার যন্ত্রণা মাঝেমধ্যে এতোটাই বেড়ে যেত যে তিনি দেয়ালে মাথা ঠুকতেন।

সরকারের তরফ থেকে এ পর্যন্ত তারা ৬০ হাজার টাকা সহায়তা পেয়েছেন বলেও জানান বাবু।

এস আই কামাল বলেন, ময়না তদন্তের জন্য সালমার লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন