খোলামেলা কোয়েনা

0
172
Print Friendly, PDF & Email

সম্প্রতি বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী কোয়েনা মিত্র এবার একটি ফিটনেস ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন। তবে শিল্পার ভিডিওতে ফিটনেসকে গুরুত্ব দেয়া হলেও কোয়েনার এই ভিডিওতে যেন শরীর প্রদর্শনকেই প্রাধান্য দেয়া হয়েছে। বিভিন্নভাবে নিজের শরীর এখানে উপস্থাপন করেছেন তিনি। এর একটি প্রমো সম্প্রতি কোয়েনা দেখিয়েছেন একটি পার্টি আয়োজনের মধ্য দিয়ে। এ পার্টিতে বড় স্ক্রিনে তার এই ফিটনেস ভিডিওর একটি ১০ মিনিটের প্রমো দেখানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা, মডেল, রাজনীতিবিদসহ মিডিয়া সংশ্লিষ্ট অনেকেই। এই প্রমোতে বিকিনি, সুইম স্যুট পরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজের ফিটনেসের কারিশমা দেখানোর চেষ্টা করেছেন কোয়েনা। শুধু তাই নয়, একটি দৃশ্যে শুধু টাওয়াল পরে অনেকটাই খোলামেলা হয়ে উপস্থিত হয়েছেন তিনি।

জানা গেছে, বাকি বেশ কিছু দৃশ্যেও এমনভাবে খোলামেলা হয়েই ক্যামেরাবন্দি হয়েছেন কোয়েনা, যার মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে কোয়েনা নিজে বেশ উত্তেজিত ও আনন্দিত। তার এই পুরো ফিটনেস ভিডিওটি প্রকাশ পাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে। এ বিষয়ে কোয়েনা মিত্র বলেন, প্রায় এক বছর ধরে আমি এই ফিটনেস ভিডিওটি নির্মাণ করেছি। নিজের মতো করে সবার উপকারে আসতে পারে এমন বিষয়গুলো উপস্থাপন করেছি। খুব শিগগিরই এর প্রমো ইউটিউবেও ছাড়বো। তবে এর নাম এখনও ঠিক করিনি। এখন পর্যন্ত যারা প্রমো দেখেছেন সবাই এর প্রশংসা করেছেন। তবে কিছু সমালোচনা যে শুনিনি তা কিন্তু নয়। এই সমালোচনায় আমার কিছু যায় আসে না।

শেয়ার করুন