ওয়াকা-ওয়াকার পরিবর্তে এবার ইউ আর ওয়ান

0
144
Print Friendly, PDF & Email

আমেরিকান পপ তারকা পিটবুল ও হলিউড সুন্দরী জেনিফার লোপেজের সঙ্গে চুক্তি করলো ফিফা। এই দুজন বিশ্বসেরা সেলিব্রেটি যোগ দিতে চলেছেন আসন্ন বিশ্বকাপের অ্যান্থেম সঙ-এ। এই গানটি আরও একজন গাইবেন, তিনি ব্রাজিলের গায়িকা ক্লদিয়া লিটে। তিনজনের সমন্বয়ে গানটি প্রকাশিত হচ্ছে। গানটির নাম দেওয়া হয়েছে ইউ আর ওয়ান।

ফিফা সভাপতি জেরাম ভালকে ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে শুক্রবার সাংবাদিকদের এই কথা জানান। গত বিশ্বকাপের অ্যান্থেম ছিল ওয়াকা-ওয়াকা। গেয়েছিলেন শাকিরা৷ সেই গান বিশাল জনপ্রিয় হয়েছিল। এবারের এই ইউ আর ওয়ান গানটা কি ছাপিয়ে যাবে শাকিরার ওয়াকা-ওয়াকা গানটিকে? সেটাই এখন দেখার৷

শেয়ার করুন