শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন বাংলাদেশের অস্ট্রেলীয় কোচ শেন জার্গেনসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী সোমবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রথম দিনের অনুশীলন শেষে জার্গেনসেন বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ভালো বোলিং ও ফিল্ডিং দিয়ে ওদের চাপের মধ্যে ফেলতে হবে।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শিষ্যদের ভালো পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে তাকে। বিশেষ করে প্রায় সোয়া দুই বছর পর জাতীয় দলে ফেরা ইমরুল কায়েসের ব্যাটিং দেখে দারূন খুশি জার্গেনসেন।
এই উদ্বোধনী ব্যাটসম্যান প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাস তিন ধরনের ক্রিকেটেই রান করেছে ইমরুল। দলে ফেরা ওর প্রাপ্য। নেটেও খুব ভালো করছে। যতটা সম্ভব সোজা ব্যাটে খেলছে। টেস্ট ব্যাটসম্যান হওয়ার প্রয়োজনীয় সব গুণ ওর মধ্যে রয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি স্পিন বোলিং। অথচ স্পিনের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ভালোই স্বচ্ছন্দ। এই সিরিজে বাংলাদেশের বোলিং পরিকল্পনা প্রসঙ্গে কোচ বলেন, এখনো বোলিং কম্বিনেশন নিয়ে আমরা ভাবি নি। পেস বা স্পিন যে কোনো ধরনের বোলিংকেই গুরুত্ব দেয়া হতে পারে। তবে যেই খেলুক তাকে অবদান রাখতে হবে।
আইসিসি পুনর্গঠন প্রস্তাব প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও এ বিষয়ে নিজের হতাশার কথা জানিয়ে জার্গেনসেন বলেন, টেস্ট ক্রিকেটে গত ১২ মাসে নিজেদের অর্জন নিয়ে আমরা গর্বিত। এই সময়ে আমরা নিজেদের রেকর্ড তিনবার ভেঙ্গেছি। ছেলেরা ভীষণ হতাশ। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করছে, একটু-একটু করে উন্নতি করেছে। এই ধরনের ক্রিকেটে ভালো করতে হলে বেসিক ভালো থাকা প্রয়োজন।