সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

0
171
Print Friendly, PDF & Email

সিরিয়ার তথ্যমন্ত্রী বলেছেন সুইজারল্যান্ডের জেনেভায় যখন সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

দেশটির তথ্যমন্ত্রী ওমরান আল-যোবি শুক্রবার বলেছেন, বিরোধীদের অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দামেস্ক কখনওই মেনে নেবে না।

এর আগে সিরিয়ার বিরোধী জোট-কথিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) জানায়, দেশটির সরকারি প্রতিনিধিদল ২০১২ সালের প্রথম জেনেভা সম্মেলনের ফলাফল মেনে না নেয়া পর্যন্ত দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তারা।

জেনেভা-২ সম্মেলনে এসএনসি ও তার পশ্চিমা সমর্থক শক্তিগুলো দাবি করছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগ করে একটি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু দামেস্ক যে দাবি প্রত্যাখ্যান করে বলেছে, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী ও সন্ত্রাসীরা সিরিয়ার জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করছে না।

শেয়ার করুন