আলোচনা আন্তরিক না হলে জেনেভা ত্যাগ করবে সিরিয়া

0
148
Print Friendly, PDF & Email

জেনেভা-২ সম্মেলনে অংশগ্রহণকারী সিরিয়ার সরকারি প্রতিনিধিদল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, শনিবারের মধ্যে আন্তরিক আলোচনা শুরু না হলে তারা এ সম্মেলন বর্জন করবে।

শুক্রবার জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে মুয়াল্লেম তার দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, শনিবারের মধ্যে সিরিয়াস আলোচনা শুরু হতে হবে। আজই সিরিয়ার কথিত প্রধান বিরোধী জোটের সঙ্গে ব্রাহিমির আলাদা বৈঠকে বসার কথা রয়েছে।

জেনেভা-২ আলোচনায় অংশগ্রহণকারী সিরিয়ার দুই পক্ষ নিজেদের অবস্থানে অটল রয়েছে। ২০১১ সালের গোড়ার দিক থেকে দেশটির ওপর পাশ্চাত্য ও তাদের আঞ্চলিক দোসরদের চাপিয়ে দেয়া সহিংসতায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে প্রায় এক কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।

জেনেভায় যখন সিরিয়া বিষয়ক কথিত শান্তি আলোচনা চলছে তখনও দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে জেনেভা আলোচনার তৃতীয় দিনে শুক্রবার সিরিয়ার সরকার ও কথিত বিরোধী গ্রুপ এসএনসি’র মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও তাদেরকে একত্রে বসাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ব্রাহিমি দু’পক্ষের সঙ্গে আলাদাভাবে বসবেন।

দু’দিন আগে জেনেভা-২ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানিয়ে তা আবার প্রত্যাহার করে নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ইরান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, জাতিসংঘ মহাসচিব বিশ্ব সংস্থাটির ইতিহাসে একটি খারাপ নজীর তৈরি করলেন। তেহরান আরো বলেছে, জেনেভা-২ সম্মেলন দিয়ে কোনো ইতিবাচক ফল বেরিয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে।

শেয়ার করুন