ফুটবল প্রেমীদের এবং সুবিধাবঞ্চিত স্কুলের শিশুদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাতিন হাসনাত চৌধুরী লিখেছেন ‘নট আউট বিদ্যালয়’ নামের একটি গ্রন্থ। ‘শিল্পতরু’ প্রকাশনীর এ গ্রন্থ আগামী বই মেলায় বাজারে আসবে। আন্তর্জাতিক ভাবে স্বীকৃতিপ্রাপ্ত ফুটবল গ্র“প ‘লিভারপুল এফসি সাপোর্টার্স বাংলাদেশ’-এর অফিসিয়াল ফটোগ্রাফার ফাতিন হাসনাত চৌধুরী জানিয়েছেন, তার প্রকাশিত গ্রন্থের সম্পর্ণ অর্থ সেচ্ছাসেবক সংগঠন ‘ওকে বাংলাদেশ’-এর মাধ্যমে ঢাকার যেকোন একটি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের উন্নয়নে দান করবেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র ফাতিন হাসনাত চৌধুরী পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল আহাদ চৌধুরীর পুত্র।