নিউজিল্যান্ডের কাছে হেরে শীর্ষাসন খোয়াল ভারত

0
113
Print Friendly, PDF & Email

বৃষ্টি বিঘিœত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ভারতকে ১৫ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের কাছে সিরিজে দ্বিতীয় হারে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে ভারত।

গতকাল বুধবার হ্যামিল্টনের সেডন পার্কের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। শনিবার অকল্যান্ডে হবে তৃতীয় ওয়ানডে।

ম্যাচ সেরা কেন উইলিয়ামসন ও রস টেইলরের অর্ধশতকে ৪২ ওভারে ২৭১ রান করে নিউ জিল্যান্ড। তবে নিউ জিল্যান্ড ইনিংসের মাঝখানে বৃষ্টির জন্য দুবার খেলা বন্ধ থাকায় ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৭।

ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ভারত ৯ উইকেটে ২৭৭ রান করে। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। জয়ের জন্য ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে তখন ভারতের প্রয়োজন ছিল ২৯৩ রান।

দশম ওভারে ৩৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের (৩৬) সঙ্গে বিরাট কোহলির (৭৮) ৯০ ও পঞ্চম উইকেটে সুরেশ রায়নার (৩৫) সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (৫৬) ৬২ রানের দুটি জুটি ভারতকে ৫ উইকেটে ২৫৭ রানে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিল।

৪০তম ওভারের প্রথম বলে ধোনির বিদায়ের পর পথ হারানো ভারত আর ১৫ রানের ব্যবধান ঘুচাতে পারেনি।

নিউ জিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৪ উইকেট নেন ৭২ রানে। কোরি অ্যান্ডারসন ৬৭ রানে নেন ৩ উইকেট।

এর আগে জেসি রাইডার দ্রুত বিদায় নিলেও উইলিয়ামসনের সঙ্গে মার্টিন গাপটিলের (৪৪) ৮৯ ও টেইলরের ৬০ রানের দুটি ভালো জুটি দলকে ২ উইকেটে ১৭৪ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দেয়। ৭৭ রান করা উইলিয়ামসনের ৮৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

চতুর্থ উইকেটে অ্যান্ডারসন (৪৪) ও টেইলরের (৫৬) ৪.৪ ওভার বা ২৮ বল স্থায়ী ৭৪ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ২৪৮ রানে অ্যান্ডারসনের বিদায়ের পর মাত্র ৪ রানে ব্রেন্ডন ম্যাককালাম, টেইলর ও নাথান ম্যাককালাম বিদায়ে শেষ দিকে দ্রুত রান তুলতে পারেনি স্বাগতিকরা।

ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৩ উইকেট নেন ৫৫ রানে।

১১৮ রেটিং নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ভারতের রেটিং ১১৭।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪২ ওভারে ২৭১/৭ (গাপটিল ৪৪, রাইডার ২০, উইলিয়ামসন ৭৭, টেইলর ৫৭, অ্যান্ডারসন ৪৪, ব্রেন্ডন ০, রনকি ১৮*, নাথান ১, মিলস ২*; সামি সামি ৩/৫৫, রায়না ১/১৮, ভুবনেশ্বর ১/৪৩, জাদেজা ১/৪৬, ইশান্ত ১/৪৬)।

ভারত: ৪১.৩ ওভারে ২৭৭/৯ (ধাওয়ান ১২, রোহিত ২০, কোহলি ৭৮, রাহানে ৩৬, ধোনি ৫৬, রায়না ৩৫, জাদেজা ১২, অশ্বিন ৫, ভুবনেশ্বর ১১, সামি ১*, ইশান্ত ১*; সাউদি ৪/৭২, অ্যান্ডারসন ৩/৬৭, ম্যাকক্লেনাগান ১/৪৫, মিলস ১/৫০)। 

শেয়ার করুন