ভালোবাসার সালিশি সভায় মোড়লের নির্দেশে আদিবাসী তরুণীকে ১২ জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে৷এই ঘটনায় মোড়ল সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ নির্যাতিতা তরুণীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে, অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ওই তরুণীর৷ তাই তাকে মোড়ল গণধর্ষণের নির্দেশ দেন বলে অভিযোগ৷ তাঁর ফতোয়া মেনে লাভপুরে আদিবাসী তরুণীটিকে ১২ জন মিলে ধর্ষণ করে ৷ জেলা পুলিশ সুপার সি সুধাকর জানিয়েছেন, অন্য সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে তরুণীর সম্পর্ক গড়ে ওঠে৷ তাতে আপত্তি জানান গ্রামবাসীরা৷ বুধবার সালিশি সভা ডেকে মোটা টাকা জরিমানা করা হয় তরুণীকে৷ কিন্তু আর্থিক অবস্থায় খারাপ হওয়ায় টাকা দিতে পারেননি তিনি৷ অভিযোগ তখন গ্রামের মোড়লের নির্দেশে তাঁর ওপর চরম নির্যাতন চালানো হয় ৷ সন্ধেয় কোনওক্রমে লাভপুর থানায় পৌঁছন নির্যাতিতা৷ তাঁর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ৷ ইতিমধ্যেই মোড়ল সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷