আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউ মোস্তাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।