আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, “সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ কর্মীরা জড়িত থাকলেও মূলত জড়িত ছিল নির্বাচনবিরোধী বিএনপি-জামায়াত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সুলতানা কামাল আরো বলেন, “সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারেনি বলেই দেয়নি বা এক্ষেত্রে তাদের সদিচ্ছার অভাব ছিল; উভয়টি হতাশার।”
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “সংখ্যালঘুদের সুরক্ষায় নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো ভূমিকা রাখেনি।”
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষক ড.কাজী মারুফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহসীন আলী।