ঢাকা মহানগর জামায়াতে ইসলামীকে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল ও সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার দুপুর ২টায় সেখানে সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছিল দলটি।
ডিএমপির মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান জানান, জামায়াতের কোন সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তারা কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা করলে তা শক্তভাবে দমন করা হবে। ওই এলাকায় নিরাপত্তার স্বার্থে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেলা ১২টার পর থেকেই পল্টন ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। বায়তুল মোকাররম মসজিদের গেটেও রয়েছে পুলিশ ও র্যাব সদস্যদের পাহারা। নামাজের সময় যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য চালানো হয় তল্লাশি।
বৃহস্পতিবার দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। এ দলটির শীর্ষস্থানীয় একাধিক নেতা একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত।
দলটির গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় গত বছরের ১ আগস্ট এর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।