সারাদেশে আওয়ামি হত্যা, গুম ও গনগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রাজধানীতে বিক্ষোভ মিছিল করে।
দেশব্যাপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘প্রতিবাদ দিবস’ এর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার বেলা দুইটায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয় ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
বুধবার দলের প্রচার সম্পাদক ও সহকারি সেক্রেটারি মু. শফিকুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, উক্ত মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন ও মাইক ব্যবহারের অনুমতির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে। কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে সর্বস্তরের নগরবাসীকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে যোগদানের আহবান জানানো হয়।
কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল ও সমাবেশ করার অনুমতি না দেয়ায় রাজধানীতে শুধু মিছিল করার মধ্যেই তাদের কর্মসূচী সীমাবদ্ধ রাখে।
আজ দুপুর ২টায় ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিলটি রাজধানীর গুপীবাগ মসজিদের সামেনে থেকে শুরু হয়ে কিছুদূর যাওয়ার পর পুলিশের একটি দল ফাকা গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কোনো হতাহত বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।