সিনেমার শ্যুটিং চলাকালীন আহত হলেন শাহরুখ খান। `হ্যাপি নিউ ইয়ার` -সিনেমার শ্যুটিং চলাকালীন আহত শাহরুখকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। ডাক্তাররা অবশ্য জানিয়েছেন, শাহরুখের চোট তেমন গুরুতর নয়।
মুম্বাইয়ে ফারহা খানের `হ্যাপি নিউ ইয়ার` -সিনেমার শ্যুটিং চলছিল মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেল। হঠাত্ই শ্যুটিংয়ের কিছু ভারী জিনিসপত্র নায়ক শাহরুখের উপর এসে প়ড়ে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন বলিউডের বাদশা।
ফারহা খান এই বিষয়ে বলেছেন, “শাহরুখ এখন ভালই আছেন। আশা করব খুব তাড়াতাড়ি আবার কাজ শুরু করবেন।” যদিও কিং খানের ভক্তরা এখনও চিন্তামুক্ত হতে পারছেন না।