মুক্তিযোদ্ধা সনদ নিলেন রাজাকার

0
101
Print Friendly, PDF & Email

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মো. মাসুদুজ্জামান সম্প্রতি মুক্তিযোদ্ধার সনদপত্র সংগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে।

অবিলম্বে তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপিটি পেশ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক- সার্বিক এ কে এম সোহেল স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহা, মুক্তিযোদ্ধা সরদার শামসুল হক আক্কাস, অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল, অ্যাডভোকেট মঞ্জুর হোসেন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানাও একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, ঝালকাঠি শহরের কাশারীপট্টি নিবাসী ডা. আসাদুজ্জামানের ছেলে মাসুদুজ্জামান একজন তালিকাভুক্ত রাজাকার। এই তালিকা মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে।

স্মারকলিপিতে আরো বলা হয়, কটি কুচক্রি মহলের সহায়তায় ভুয়া কাগজপত্রসহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করে মাসুদুজ্জামান মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়ে কয়েকদিন আগে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদপত্র নিয়েছে।

মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির জন্য ইতিমধ্যে মাসুদুজ্জামান জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে বলেও জানানো হয়েছে স্মারকলিপিটিতে।

শেয়ার করুন