প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সেনাবাহিনী আমাদের সহযোগিতা করবে।বৃহস্পতিবার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। ডিলিমিটেশনের কাজ আমাদের নয়। এটা সরকারের কাজ।