প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ইসলাম নিয়ে রাজনীতি করে কিন্তু ধর্ম মানে না সেই জামায়াতের নেত্রী হয়েছেন খালেদা জিয়া। এ সময় তিনি খালেদা জিয়াকে জামায়াতের আমির হিসেবে অভিহিত করেন।
আজ বৃহস্পতিবার বিকেল প্রায় ৪ টার দিকে যশোরের অভয় নগরের শংকরপাশা হাইস্কুলের এক জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, সেই জামায়াতের সঙ্গ খালেদা ছাড়ছেন না, তাকে ছাড়া তিনি নির্বাচন করবেন না।
খালেদা জিয়া জামায়াতকে নিয়ে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে ১১ হাজার বন্দি যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়েছিলেন। তেমনি খালেদা জিয়াও ক্ষমতায় এসে সেই যুদ্ধাপরাধীদের হাতে মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে আমার ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, ও আমার চাচা পঙ্গু মুক্তিযোদ্ধা শেখ নাসেরঅকে তারা হত্যা করেছে ষড়যন্ত্রকারীরা।
তিনি বলেন, খালেদা জিয়া, নিজের জন্মদিন, স্বামীর জন্মদিন ভুলে গেছেন। সেই সাথে গত সংসদ নির্বাচনের তারিখ ভুল করছেন। তার মাথায় শুধু ৫ মে হেফাজতের কথাই ভাসে।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র বক্তব্যে তুলে ধরেন।