রাজধানীসহ সিলেট, লক্ষ্মীপুরে পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাক্স ছিনতাইয়ের সময় নীরব থাকার অভিযোগ রয়েছে।
বুধবার রাতে তাদেরকে ক্লোজড করা হয়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো.আবু ইউসুফ।
ক্লোজডকৃতরা হলেন,রাজধানীর কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্রাইম) মো. ওয়াজেদ আলী, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো.শফিক, লক্ষ্মীপুরের রায়পুর থানার এএসআই মো. মোহসিন, কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমান, শফিকুল আলম ও পিযুস চন্দ্র পাল।
সহকারী কমিশনার জানান, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলীকে ক্লোজড করে রাজারবাগ পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ রয়েছে। বর্তমানে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমানকে ওসির (ক্রাইম) দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটান এলাকার সোবহানীঘাটে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শফিককে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে পিকআপ ভ্যান চালকের কাছে ৫শ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
এদিকে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর (এলইজিডি) কক্ষ থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এএসআইসহ চার পুলিশকে ক্লোজড করা হয়েছে।
পুলিশ জানায়, টেন্ডার বাক্স ছিনতাইয়ের সময় চারজন পুলিশ কর্তব্যরত থাকলে তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে নীরব ছিল। ঘটনা প্রতিরোধ ও জড়িতদের আটক না করায় চার পুলিশকে রায়পুর থানা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।