জনপ্রিয় ও ভারতের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক চেতন ভগত বলেছেন, রাজধানী দিল্লিতে ধরনা ডেকে আম আদমি পার্টি ‘রাজনৈতিক আইটেম গার্ল’ এ পরিনত হয়েছে।
ভগত নিন্দা জানিয়ে বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী দুইদিন ধরনা ডেকে মন্ত্রিপরিষদকে নিচু করেছেন। এটা সত্যি লজ্জাজনক।
ভগত গতরাতে ভারতের একটি বেসরকারি সংবাদ ভিত্তিক চ্যানেলকে বলেন, আম আদমি পার্টি সত্যি সত্যিই আমাকে অনেক হতাশ করেছে, কেননা আমিও তাদের একজন কট্টর সমর্থক ছিলাম। তাদের এই ধরনা আদতে কোন সুফল বয়ে আনবে না।
এই লেখক বলেন, দুইজন পুলিশ কর্মকর্তা তাদের ফিরিয়ে দিলেও সেখানে তারা অবস্থান নেয়। এটা করে তারা পুলিশ প্রশাসনকে অবজ্ঞা করেছে এবং তাদের দায়িত্ব কর্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে।
তারা দ্রুত লোকসভায় আসতে চায়। একজন ভালো অভিনেত্রী কিন্তু এত দ্রুত আসতে পারে না। যদি দ্রুত আসতে হয় তাহলে আইটেম গার্ল হিসেবে তাদের আসতে হয়। আম আদমি পার্টি এখন ভারতের রাজনীতিতে আইটেম গার্ল। আর আইটেম গার্লরা খুব বেশিদূর যেতে পারে না।