এমপির সঙ্গে বাকযুদ্ধে দীপু মনি

0
109
Print Friendly, PDF & Email

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বাকযুদ্ধ করেছেন চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় সরকারদলীয় দুই এমপির মধ্যে এ তর্কযুদ্ধ বেঁধে যায়।

চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম নিয়ে সভায় কথা বলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি ড. শামছুল হক। এসময় ডা. দীপু মনি তার কথার তীব্র প্রতিবাদ করেন। এসময় দুই এমপির মধ্যে বাকযুদ্ধ লেগে যায়।

এক পর্যায়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে এমপি শামছুল হক সভা থেকে বের হয়ে যেতে উদ্যত হন। এসময় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বিষয়টিতে হস্তক্ষেপ। এমপিকে বসতে অনুরোধ করেন। এ অনুরোধে আবারো সভায় যোগ দেন এমপি শামছুল হক।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা আওয়ামী লীগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে দুটি ধারা বিদ্যমান। বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আমালে দুই ধারার নেতাকর্মীদের মধ্যে অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরেই জেলা আইন-শৃঙ্খলা সভায় দুই এমপির মধ্যে এ বাকযুদ্ধ হয়েছে বলেন উপস্থিত অনেকেই মন্তব্য করেন।

শেয়ার করুন