নিজ স্ত্রীকেই আবার বিয়ে

0
107
Print Friendly, PDF & Email

আবারও স্ত্রী সুনিতা আহুজাকে বিযে করেছেন বলিউড তারকা গোবিন্দ। বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। গোবিন্দ ও সুনিতা তাদের ২৫ তম বিবাহ বার্ষিকী পালন করেছেন চলতি মাসের ১৪ তারিখ।

লন্ডনে নতুন করে বিয়ের পর সম্পর্কের ব্যাপারেও পুনঃপ্রতিজ্ঞা করেছেন বলিউডের এ অভিনেতা। না তেমন ঘটা করে নয়, হাতে গোনা ঘনিষ্ঠ কিছু বন্ধু-আত্মীয়দের নিয়ে স্ত্রী সুনিতার কাছে নতুন করে প্রতিজ্ঞা করতেই গোবিন্দর এ পুনঃবিয়ের আয়োজন।

বিয়েতে ছিলেন তাদের কন্যা নারমাদা ও পুত্র ইয়াশবর্ধন। বিয়ের পর পরই অবশ্য মুম্বাইতে চলে আসেন তারা। তবে বিষয়টি অনেকটা নিরবেই করেছেন গোবিন্দ। তাই মিডিয়া অনেক সময় পরে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছে।

গোবিন্দর স্ত্রী সুনিতা বলেন, এটা সম্পূর্ণ গোবিন্দর পরিকল্পনা। ২৫ বছর পর এরকম চমক সে দিবে সেটা আমি ভাবিনি। তবে সব কিছুই হয়েছে ভালভাবেই। আমি অনেক সৌভাগ্যবান যে গোবিন্দর মত স্বামী পেয়েছি। কারণ ২৫ বছরে গোবিন্দর নামে কোন স্ক্যান্ডাল কিংবা বাজে কথা আমার কানে পর্যন্ত আসেনি। আমাদের বিয়ের মূল মন্ত্রই ছিলো বিশ্বাস, যেটা আমাদের দুজনের মধ্যে শতভাগ ছিলো।

আর গোবিন্দ বলেন, ২৫ বছর পর নিজ স্ত্রীকে আবারও বিয়ে করে অতীত স্মৃতি গুলো জাগ্রত করলাম। ভালই লেগেছে। সবাই উপভোগ করেছে। আসলে সত্যি কথা হলো সুনিতা আমার ঘরের লক্ষী। সে আমার ঘরে আসার পর থেকেই আমার জীবন ও ক্যারিয়ার বদলে যেতে থাকে। আজকে আমার এই পর্যায়ে আসার পেছনে তার অবদান অনেক।

শেয়ার করুন